• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন

তিউনিসিয়ায় বাস গিরিখাতে পড়ে নিহত ২৪

সাংবাদিকের নাম / ১৭৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: তিউনিসিয়ায় একটি বাস গিরিখাতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। সাম্প্রতিক সময়ে এটাই দেশটির সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।

পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, বাসটি তিউনিস থেকে যাত্রা শুরু করেছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাস দুর্ঘটনায় নিহতদের বয়স ২০ থেকে ৩০য়ের মধ্যে।

দুর্ঘটনার সময় বাসটিতে ৪৩ জন আরোহী ছিল বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনা তদন্তে ফরেনসিক বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। তবে তিউনিসিয়ার রাস্তা বেশ বিপজ্জনক হওয়ায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে থাকে।

পর্যটনমন্ত্রী রেনে ত্রাবেলসি একটি বেসরকারি রেডিও স্টেশনকে বলেন, দুর্ভাগ্যজনক যে একটি দুর্গম এলাকায় ওই দুর্ঘটনা ঘটেছে। এক বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ওই একই স্থানে এর আগেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত এপ্রিলে সাত নারী শ্রমিকসহ ১২ জন একটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়। এছাড়া ২০১৬ সালের আগস্টে অপর একটি দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং আরও ৮৫ জন আহত হয়।


এধরনের আরও সংবাদ