• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

ঢাকায় আসবেন শ্রাবন্তী, আফতাবনগরে ‘বিক্ষোভ’

সাংবাদিকের নাম / ১৯৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ দুই বাংলার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী আসছেন ঢাকায়। ‘বিক্ষোভ’ সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিতে আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে কলকাতার এই নায়িকার। এর আগেও তিনি ঢাকা এসে এ ছবির শুটিং-এ অংশ নিয়েছিলেন।

এবার শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকায় আসার কথা জানা গেছে নির্মাতা সূত্রে।

নির্মাতা সূত্রে আরও জানা গেছে, বর্তমানে রাজধানীর আফতাব নগরে ‘বিক্ষোভ’ ছবির দৃশ্য ধারণ চলছে। এতে একজন স্কুল শিক্ষিকার চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। নিরাপদ সড়ক আন্দোলনের একটি সত্য ঘটনায় নির্মিত হচ্ছে এ সিনেমা।   

ছবিটির গল্প লিখেছেন নির্মাতা শামীম আহমেদ রনী। চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। সিনেমাটি প্রযোজনা করছে স্টোরি স্প্লাশ মিডিয়া।

এ সিনেমায় আরও অভিনয় করেছেন ভারতের রজতাভ দত্ত, রাহুল দেব, বাংলাদেশের অমিত হাসান, সাদেক বাচ্চু প্রমুখ। শ্রাবন্তী ছাড়াও ছবিতে দেখা যাবে সানি লিওনকে। এতে তিনি আইটেম গানে অংশ নিয়েছেন।


এধরনের আরও সংবাদ