• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৬৩০ বস্তা সরকারি চাল জব্দ ৫টি গুদাম সিলগলা আটক-২

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ৬৩০ বস্তা সরকারি চাল জব্দ করেছে প্রশাসন। এসব চাল মজুদজাত করার অভিযোগে ভাই ভাই হাস্কিং নামে দুটি মিলের ৫টি গুদাম সিলগল করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। আজ বৃহস্পতিবার জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের পারুয়া এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে প্রশাসন।
পুলিশ জানান, অবৈধভাবে চাল সংগ্রহ করে গুদামজাত করে ভাই ভাই হাস্কিং মিল মালিক আমিরুল ইসলাম ও তার ছোট ভাই জেমেরুল ইসলাম। পুলিশ খবর পেয়ে আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন এর নেতৃত্বে মিলের গুদাম ঘরে তল্লাসি চালানো হয়। তল্লাসি চালিয়ে ৬৩০ বস্তা সরকারি চাল জব্দ করার সত্যতা পেয়ে তাদের ৫টি গুদাম সিলগলা করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ আলী ও কাওসার আলী নামে দু’জনকে আটক করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন জানান, অভিযান অব্যাহত রয়েছে। প্রকৃত পক্ষে কারা এ চালের সাথে জড়িত। তাদের আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.