• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ২৫ সংবাদকর্মীকে পিপিই দিলেন জেলা যুবলীগ নেতা

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে নিজ অর্থায়নে ঠাকুরগাঁওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৫ জন সংবাদকর্মীদের পিপিই দিয়েছেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। শনিবার (৯ মে) বিকেলে শহরের গোধূলী বাজার এলাকায় তার নিজ চেম্বারে সাংবাদিকদের হাতে এ পিপিই তুলে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সা: সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক ও মোহনা টিভি প্রতিনিধি বিধান চন্দ্র দাস, যমুনা টেলিভিশনের পার্থ সারথী দাস, ডেইলী স্টারের কামরুল ইসলাম রুবাইয়েত, সময় টেলিভিশনের জিয়াউর রহমান বকুল, চ্যানেল এস টেলিভিশনের জয় মহন্ত অলক, এটিএন নিউজের ফিরোজ আমিন সরকার, ইনডিপেনডেন্ট টেলিভিশনের তানভির হাসান তানু, চ্যানেল২৪ এর ফাতেমা তু ছগরা, বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু, বিটিভির মাসুদ রানা পলকসহ অন্যরা।
পিপিই প্রদানকালে জেলা যুবলীগ সভাপতি আপেল বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে জেলায় কর্মরত সাংবাদিক ভাইয়েরা। বিষয়টি চিন্তা করে তাদের মাঝে আজ কিছু সংখ্যক পিপিই প্রদান করা হলো। পর্যায়ক্রমে সাংবাদিকদের মাঝে আরও পিপিই প্রদান হবে।


এধরনের আরও সংবাদ