• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সাংবাদিকের নাম / ২৪৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুলাল নামের ওই বাংলাদেশি ভোরে বেউরঝাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের ১৭১ বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কোনো রকমে বাংলাদেশে ফিরে আসে দুলাল।
গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এধরনের আরও সংবাদ