• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী নাগরিক নিহত

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে বিএসএফ’র গুলিতে মোঃ জয়নাল (৩৫) নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। আজ ভোর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের বাসা রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামের সমির উদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, নিহত জয়নাল দীর্ঘদিন ধরে ভারতে থাকতো। গতরাতে সে অবৈধভাবে ভারত থেকে বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্ত এলাকার ৩৭৯ পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশের গ্রামের বাসায় আসার চেস্টা করছিল। এসময় ভারতের ১৭১ চাকলাগড় ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় জয়নাল। পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ’র সদস্যরা।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, নিহত জয়নাল আবেদিনের বাড়ী রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামে বলে নিশ্চিত করে বলেন, জয়নাল বিয়ে করেছে ভারতের পানজিপাড়া গ্রামে। চোষপাড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে শ্বশুড়বাড়ীতে যাতায়াত করতো। বৃহস্পতিবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের শ্বশুবাড়ী আসার সময় বিএসএফ’র সদস্যটের পেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে জয়নাল মারা গেলে তার লাশ তুলে নিয়ে যায় বিএসএফ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোঃ শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে তিনি জানান, সে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল জয়নাল। এসময় বিএসএফ’র গুলিতে নিহত হয় জয়নাল। আরো বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত পতাকা বৈঠকের আহবান জানানো হয়নি।


এধরনের আরও সংবাদ