• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ পুলিশের বাধা

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঠাকুরগাঁও জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল পুলিশের বাধাঁয় কার্যালয় চত্বর এলাকা থেকে বের হতে পারেনি। আজ শনিবার সকাল ১১ টায় বিক্ষোভ সমাবেশ সফল করতে শহরের বিভিন্নস্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকে নেতাকর্মীরা । পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিনের চেস্টা করলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীনসহ অন্যান্য নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্ব মুক্তি দেয়া না হলে। আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।


এধরনের আরও সংবাদ