• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে রাসেল রানাকে আটক করেছে পুলিশ

সাংবাদিকের নাম / ৪৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যাকান্ডে ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গীবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বালিয়াডাঙ্গী থানা ওসি হাসিবুল ইসলাম।

আটক রাসেল রানা (২২) মানসিক রোগী বলে জানান তিনি।

এর সোমবার দিবাগত রাতে রাসেল তার বাবা সাইফুল ইসলাম (৪০) কে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত সাইফুল ইসলাম জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামের মকবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় এলাকা জুড়ে চা ল্যর সৃষ্টি হয়েছে। নিহত সাইফুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে।

মঙ্গলবার সকালে সাইফুল ইসলামের স্ত্রী সহিদা বেগম জানান, একমাত্র ছেলে রাসেলের দীর্ঘদিন ধরে মানসিক সমস্যা। কথায় কথায় রেগে গিয়ে মারধর করতো যে কাউকে। এর আগেও নিহত বাবাসহ এলাকার বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, হত্যাকান্ডের ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.