• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে মাঠে নেমেছেন চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তা

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা অনুযায়ী কৃষি জমিতে আবাদ বৃদ্ধি, ফেলে রাখা অনাবাদি জমিগুলোতে ফসল উৎপাদন করতে মাঠে নেমেছেন ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান।
বুধবার সকাল থেকে করোনা পরিস্থিতির এমন অবস্থাতেও উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানগণের সাথে মত বিনিময় করেছেন তারা। সামাজিক দুরত্ব বজায় রেখে বিতরণ করা হয়েছে কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর সার ও বীজ।
এছাড়াও অনলাইনে নিয়মিত কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রম মনিটরিং, মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের পর্যবেক্ষণ করছেন তিনি।
বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা শাফীয়ার রহমান জানান, প্রধানমন্ত্রী বলেছেন অল্প জমিও যাতে অনাবাদী না থাকে। সে নির্দেশনা অনুযায়ী আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কৃষকদের পাশে দাড়িয়েছি। সবধরণের সহযোগিতা করার আশ্বাসের পাশাপাশি উদ্বুদ্ধ করছি ফেলে রাখা জমিতে ফসল উৎপাদনে জন্য। ঘরে আশাপাশে পড়ে থাকা জমিগুলোতে ফলমূল উৎপাদন, ফেলে রাখা কৃষি জমিতে নানা ফসল উৎপাদনের জন্য সার ও বীজ সরবরাহ প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।

উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় অনাবাদী জমিগুলোতে আবাদ করার জন্য কৃষকদের আহ্বান জানাচ্ছি। দুর্যোগের সময়গুলোতে উৎপাদিত ফসলই একমাত্র ভরসা।

এর আগে গত মঙ্গলবার সকাল ১০টায় গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলা সমূহের ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের সময় একটু জমিও যেন অনাবাদি না থাকে। ঘরের কোনায় হলেও কিছু ফসল ফলান, ফলমূল আবাদ করুন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে অল্প একটু জমিও যেন পড়ে না থাকে বলে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.