• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দ্বিমুখী গবাদি পশু উৎসুক জনতার ভিড়

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে দ্বি-মুখী গবাদি পশুর জন্ম হয়েছে। আর তা দেখতে উৎসুক জনতার ভিড় করছে। আজ সোমবার সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মন্ডলপাড়া রামপুর গ্রামের কৃষক সামসুল হকের বাসায় গবাদি পশুটি জন্ম নেয় বলে স্থানীয়রা।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে বিদেশী জাতের একটি গাভী পালন করছিল সামসুল আলম। এবারই প্রথম গাভীটির বাচ্চা হয়। ভুমিস্ট হওয়ার পর গবাদি পশুর বাচ্চাটির অঙ্গ প্রতঙ্গ ভিন্নরুপ দেখা যায়। দুটি মুখ ছাড়াও চোঁখ তিনটি ও জিহবাও রয়েছে দুটি। এমন অদ্ভুত গবাদি পশু জন্মের কথা এলাকায় ছড়িয়ে পরলে মুহূর্তেই ওই কৃষকের বাসায় উৎসুক জনতার ভিড় বাড়ে। ঈদের দিন হওয়ায় অনেকটাই আগ্রহ নিয়ে আশপাশে ঘুরতে আসা মানুষ শিশু কিশোরদের নিয়ে হাজির হয় ওই বাড়িতে। এছাড়া গবাদি পশুর বাচ্চাটি এক নজর দেখতে দুর থেকেও আসে অনেকে। তবে সদ্য জন্ম গবাদি পশুটি চলাফেরা করছে বলে জানায় স্থানীয়রা।


এধরনের আরও সংবাদ