• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দুই শিশুকে নির্যাতনের ঘটনায় ইউপি সদস্যসহ দুইজন গ্রেফতার

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোবাইল চুরির অভিযোগে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের মামলায় প্রধাণ আসামী সেনগাঁও ইউনিয়নের ৪ ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। রবিবার মধ্যরাতে র‌্যাব ১৩ এর একটি দল অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলার কাজিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় এই মামলার আরেক আসামী জিয়াবুলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। মামলায় ৭জনের নাম উল্লেখ্য করে শিশু সুমনের মা সরিফা খাতুন বাদি হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলা মুল আসামী ইউপি সদস্যসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ মে পীরগঞ্জ উপজেলার ৯নং সেনগাঁও দেওধা গ্রামের ইউনুস আলীর মোবাইল চুরির অভিযোগে ওই দিন ইউনুস আলী প্রতিবেশি ফরজতুল্লাহ ছেলে সুমন (১৩) ও আব্দুল গফুরের ছেলে কামরুল (১৫) কে তার বাসায় ডেকে নেয়। এসময় দুই শিশুর হাত-পা বেঁধে শালিসের নামে ৪ নং ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলামের নেতৃত্বে প্রকাশ্যে বেধরক মারধর করে নির্যাতন করে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.