• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় ও দরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। আজ বিকেলে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এলাকার শতাধিক পরিবারকে শাড়ি ও লুঙ্গি বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। ঈদ উপলক্ষে নতুন কাপড় পেয়ে খুশি স্থানীয়রা। এসময় উপজেলার প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে করোনা সংকট সময়ে অসহায় মানুষের পাশে থাকার জন্য। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার মানুষদের নিয়মিত ত্রাণ সহায়তা দিচ্ছি। তারই অংশ হিসেবে আজ নিজস্ব অর্থায়নে ভানোরসহ শতাধিক অসহায়দের নতুন কাপড় বিতরণ করা হয়েছে।


এধরনের আরও সংবাদ