• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে দরিদ্রদের খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২০

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ঈদ উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের অসহায় দুস্থ্য পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আজ রোববার সকালে আর্টডকের ব্যবস্থপনায় জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা।
এসময় সেনা সদস্যরা জানায়, আর্টডকের জেনারেল অফিসার কমান্ডিং লেঃ জেনারেল এসএম শফিউদ্দিন আহম্মেদ এ মানবিক কার্যক্রমের নির্দেশনা প্রদান করছেন। আর তারই অংশ হিসেবে আজ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরনের সময় উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল শফিকুল হক, মেজর শারমিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুলসহ সেনা সদস্যরা।
লেঃ কর্নেল শফিকুল হক বলেন, এ পর্যন্ত ৯ হাজার দুস্থ্য ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও মেডিকেল সহায়তার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁও জেলার মানুষকে ঈদ উপহার প্রদান করা হলো। আমরা সাধারন মানুষের পাশে সব সময় ছিলাম থাকব।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.