• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাঁপায় এক শ্রমিক নিহত

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাঁপায় আসাদুল নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জামালপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত আসাদুল সদরের আরাজী হরিনারায়নপুরের হুসেন আলীর ছেলে।
স্থানীয়রা জানায়,সকালে একটি বালু ভর্তি করে ট্রাক্টরটি জেলা শহরের দিকে আসছিল। এসময় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পারে যায়। এসময় ট্রাক্টরের উপড়ে বসে থাকা শ্রমিক আসাদুল বালু ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পরে। পরে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এধরনের আরও সংবাদ