বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা শহরের নরেশ চৌহান সড়কে অবস্থিত সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সকলের সম্মতিতে সমঝোতার মাধ্যমে কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয় দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধানকে। সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক উন্নয়ণে বাংলাদেশ ও বাংলা চ্যানেল এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলককে।অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয় নিউজনেট ২৪ ডট কম এর সম্পাদক ও দৈনিক প্রথম খবরের জেলা প্রতিনিধি আতাউর রহমান।
এছাড়া নতুন কমিটির পরিচালনা পর্ষদে ক্রমান্বয়ে পরিচালক হিসেবে মুক্ত কলম অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইঞ্জিনিয়ার হাসিনুর রহমান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল, দৈনিক স্বাধীন মত পত্রিকার জেলা প্রতিনিধি এস এম মোক্তাদেরুরজ্জামান রাসেল, দৈনিক আলোরকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ইব্রাহীম আলম, বিশ্ব সংবাদ ডটকম এর প্রকাশক ও সম্পাদক ও মধুমতি টিভির জেলা প্রতিনিধি মোঃ রুবেল রানা দায়িত্ব পালন করবেন।
কার্যকরী পর্ষদে রয়েছেন ঢাকাপ্রকাশ ও আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি রেদওয়ানুল হক মিলন, দৈনিক কলমকথা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আল-আমিন, দৈনিক আলোরকন্ঠের সম্পাদক ও প্রকাশক রবিউল ইসলাম রুবেল, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি এম এ ছালাম রুবেল, দৈনিক দীপ্ত প্রত্যয় পত্রিকার জেলা প্রতিনিধি জুয়েল ইসলাম শান্ত, দৈনিক অধিকার পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম, জার্নাল আই ২৪ ডটকম এর সম্পাদক স্বপন দাস, সময় টেলিভিশনের ক্যামরাপারর্সন ও নিউজনেট ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার সুমন হোসেন, মুক্ত কলম পত্রিকার স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির রেজা, দৈনিক অগ্নিশিক্ষা পত্রিকার জেলা প্রতিনিধি অভিষেক চন্দ্র রায়, দৈনিক সত্যেরকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মিনহাজ আলম, উদ্যোক্তা পত্রিকার জেলা প্রতিনিধি রুবেল ইসলাম, নিউজনেট ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার সোহেল রানা জনি, মুক্ত কলম পত্রিকার স্টাফ রিপোর্টার কুঞ্জ পাল। এছাড়াও জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিরা এ সংগঠনে যুক্ত রয়েছেন।
সংগঠনটি গণমাধ্যমকর্মীদের কল্যানের স্বার্থে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রম আরো বেগবান করতে নব-নির্বাচিত কমিটি বিশেষ ভুমিকা রাখবে বলে মনে করেন জেলার গণমাধ্যকর্মীরা।
এছাড়াও ২০২০ সালে সংগঠনটি স্থাপিত হওয়ার পর থেকে জেলার গণমাধ্যমকর্মীদের দুর্দিনে পাশে থেকে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ, বিপদ আপদে পাশে থাকাসহ সহকর্মীদের স্বার্থে অগ্রনী ভুমিকা পালন করছে।

 

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com