• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে কয়েকজন সাংবাদিককে পিপিই দিলেন আ’লীগ নেতা-রুবেল

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিককে পিপিই দিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল। ২৮ মে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও শহরের তার নিজ অফিস থেকে পিপিই বিতরণ করেন।
এসময় তিনি বলেন প্রশাসন ও ডাক্তারদের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ ভুমিকা পালন করে আসছে। প্রত্যন্ত এলাকা থেকে অসহায় ও কর্মহীন মানুষের দুঃখ কষ্ট, অনিয়ম, দূর্নীতির কথাগুলো তাদের লিখনির মাধ্যমে আমাদের সকলের সামনে তুলে ধরছে। তাদের মাধ্যমে আমরা তথ্য পেয়ে করোনা ভাইরাস প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে পারছি। এতে করে আমাদের কাজ গুলো অনেক সহজ হচ্ছে এবং দ্রুত প্রতিকার করা সম্ভব হচ্ছে বলে আমি মনে করি। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তাই তাদেরকেও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।


এধরনের আরও সংবাদ