• শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারকে সহায়তা প্রদান

সাংবাদিকের নাম / ১৪২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিউজ ডেক্সঃ সমতল ভুমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের আর্থ সামাজিক উন্নয়ণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে চব্বিশটি পরিবারকে পশু পালনে (ভেড়া ) প্রদান করেছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে আনুষ্ঠানিকভাবে দপ্তরের মহা পরিচালক ডাঃ মঞ্জুর মোহাম্মদ শাহজাদা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি চব্বিশ পরিবারের মাঝে পশু পালনে ৪৮টি ভেড়া তুলে দেন।এসময় তিনি বলেন, দেশের খাদ্য ঘাটতি পুরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিনামুল্যে পশু বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে ভেড়া বিতরণ করা হলো। তা লালন পালন করে প্রতিটি পরিবার স্বাবলম্বী হবেন বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে রংপুর বিভাগের প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ড. ইসমাইল হক এর সভাপতিত্বে ঢাকা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. অসীম কুমার দাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এর আগে আদিবাসি নারীরা নেচে গেয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ প্রশাসনের কর্মকর্তাদের বরণ করে নেন।

 

 


এধরনের আরও সংবাদ