• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে এমপি’র বিশেষ বরাদ্দ থেকে নির্মিত হচ্ছে মন্দির

সাংবাদিকের নাম / ৩৪৭ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে এমপি’র বিশেষ বরাদ্দ থেকে নির্মিত হচ্ছে মন্দির। ঠাকুরগাঁও- ২ আসনের উন্নয়ন তারই ধারাবাহিকতায় রোববার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার জাওনিয়া দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন ঠাকুরগাঁও- ২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম।
এসময় তিনি বলেন বিশেষ বরাদ্দ থেকে ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে জাওনিয়া দুর্গা মন্দির। বর্তমান সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। আমরা শুধু চাই আপনারা এ সরকারের পাশে থাকবেন। তা না হলে উন্নয়নের ধারা ব্যহত হবে। আমরা চাই প্রতিটি মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। আর সেই লক্ষ নিয়েই এ সরকার কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজনসহ দলীয় নেতাকর্মীরা ছাড়া শুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এধরনের আরও সংবাদ