• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইশা ছাত্র আন্দোলন

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৯ মে, ২০২০

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারি করোনায় সৃষ্ট বিপর্যয়ে, দুঃস্থ, অসহায়, খেঁটে খাওয়া মানুষ, বিধবা মহিলা ও ঘরবন্দি আলেমসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর হযরত পীর সাহেব হুজুর চরমোনাই-এর পক্ষ থেকে হাদিয়া হিসেবে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ মে’২০ (শুক্রবার) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার আওতাধীন বড় বালিয়া, আউলিয়াপুর, শুখানপুকুরী, বড়গ্রাম ও দেবীপুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেন, ভূল্লী থানা সভাপতি মুহাম্মাদ ফিরোজুল ইসলামসহ ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ।
এ সময় শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, সিয়াম সাধনার এই মাসে যারা রোজাদারদের সাহরী ও ইফতার এর ব্যবস্থাপনার সাথে জড়িত থেকে শ্রম, শক্তি, মেধা ও অর্থ ব্যায় করছেন আল্লাহ তায়ালা সবাইকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ, পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদের এসব কাজে আরোও বেশী বেশী এগিয়ে আসার আহবান জানান।


এধরনের আরও সংবাদ