• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য বরখাস্ত

সাংবাদিকের নাম / ৪৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

নিউজ ডেস্কঃ সরকারি চাল আত্মসাতপূর্বক মজুদ রাখার অভিযোগে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য কুলসুম বেগমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এ বিষয়ে আজ স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহিলা সদস্য কুলসুম বেগম সরকারি চাল আত্মসাতপূর্বক মজুদ রাখার বিষয়টির প্রমান মিলেছে। তাই তাকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য, গত (৯ এপ্রিল) দুপুরে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কুশলডাঙ্গী বাজার এলাকার ভাই ভাই হাস্কিং মিলসহ কয়েকটি গুদামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম সুমন ৮৮৯ বস্তা সরকারি চাল জব্দ করেন। পরে গুদামগুলো সিলগালা করে দেয়া হয়। এ ঘটনায় ১০ এপ্রিল শুক্রবার সকালে ৬ জন অভিযুক্তের নাম উল্লেখ করে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ। অভিযুক্তরা হলেন- ইউপি সদস্য কুলসুম বেগম,পান্না কউসার, আমিরুল ইসলাম, সামিরুল ইসলাম, আব্দুর রশিদ, জামিরুল ইসলাম। ঘটনার দীর্ঘ একমাস পর এ সিন্ধান্ত দিয়ে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করেন।


এধরনের আরও সংবাদ