• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে আরো তিনটি মসজিদে অনুদান এমপি’র

সাংবাদিকের নাম / ৯৫৪ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে মসজিদে আর্থিক অনুদান দিয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম। উন্নয়নের ধারা অব্যাহত রেখে আজ শুক্রবার সকাল থেকে পর্যায়ক্রমে এমপির পক্ষ থেকে তিনটি সসজিদ কমিটির কাছে অনুষ্ঠানিকভাবে নগদ অর্থ প্রদান করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন।
জুম্মার নামাজ আদায় শেষে আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপির বিশেষ বরাদ্দ (টি আর) থেকে রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর বশিরপাড়া জামে মসজিদের ওজুখানা নির্মাণে ৫০ হাজার টাকা, কাশিপুর ইউনিয়নের কামারটলী জামে মসজিদ নির্মাণের জন্য ৪৩ হাজার ৫শ টাকা ও হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের মুন্নাটলী বাজার জামে মসজিদ সংস্কারের জন্য ৪৩ হাজার ৫শ টাকা অনুদান প্রদান করেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে তিনি ডাংগি বাজার ক্রিকেট টিমকে খেলার সামগ্রী প্রদান করে।


এধরনের আরও সংবাদ