• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে অনুদানের চেক ও সেলাই বিতরণ

সাংবাদিকের নাম / ১৯২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক ও সেলাই বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলাবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা মহিলা বিষয়ক কার্যালয়ে অনুদানের চেক ও সেলাই বিতরণ করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মাঝে অনুদানের চেক ও সেলাই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। এসময় বক্তারা বলেন, সরকার প্রতিটি ক্ষেত্রে অনুদান প্রদান করছেন। আর অনুদান নিয়ে সবাই যেন সাবলম্বী হতে পারে সেটাই আমরা চাই। তাহলে বেকারত্ব দুরীকরণের পাশাপাশি নিজের উপড় নির্ভরশীল হলেই স্বার্থকতা আসবে। অন্যদিকে সরকারের যে প্রদক্ষেপ তা কার্যকারি হবে। পরে অনুদান প্রাপ্তদের সফলতা কামনা করেন তারা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.