• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের বড়মাঠে কাঁচাবাজার স্থানান্তর কমছে স্বাস্থ্য ঝুঁকি

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্কঃ প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি বাজারের কাঁচাবাজার জেলা স্কুল বড়মাঠে চত্বরে স্থানান্তর করেছেন। গেল ১২ এপ্রিল থেকে এ মাঠটিতে চলছে বেচাকেনা। ফলে সামাজিক দুরত্ব বজায় হচ্ছে কমছে স্বাস্থ্য ঝুঁকিও। জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মাঠটি অনেক বড় হওয়ায় দোকানও বসেছে বেশ দুরত্ব নিয়ে। লোকজন শারীরিক দুরত্ব বজায় রেখে কেনাকাট করছেন এখান থেকে। এছাড়া এটা এক ধরনের প্রচারের কাজেও লাগছে। সচেতনতা বাড়ছে মানুষের মধ্যেও। এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা চাই এ সংকটে সবাই দুরত্ব বজায় রেখেই অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো করবেন। আর প্রয়োজন না হলে ঘরে তাকাটাই উত্তম বলে মনে করছেন তারা।
বড়মাঠে কাঁচাবাজার স্থানান্তরের বিষয়ে সু-শাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি প্রফেসর মনতোষ কুমার দে জানান, এই সিদ্ধান্ত একটি সঠিক সিদ্ধান্ত। মানুষ দুরত্ব বজায় রেখে কেনাকাটা করছে দেখে খুব ভালো লাগছে। আমরা মনে করি প্রয়োজনে জেলা প্রশাসন আরো ভাল ভাল উদ্যোগ গ্রহন করবেন। যেন সামাজিক দুরত্বের ক্ষেত্র বিরাজ করে।
আর জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম জানান, শহরের কালিবাড়ি বাজারে জায়গা কম। ইচ্ছা থাকলেও মানুষ দূরত্ব বজায় রেথখ কেনাকাটা করতে পারেন না। তাই সব দিক বিবেচনা করে বড়মাঠে কাঁচাবাজার স্থানান্তর করা হয়েছে। মাছ, মাংস ও মুদি দোকানগুলি আগের মতো কালিবাড়িতেই থাকবে। প্রয়োজনে সে ক্ষেত্রেও ব্যবস্থা নেয়া হতে পারে।


এধরনের আরও সংবাদ