• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও বই উৎসবে ভাসছে শিক্ষার্থীরা

সাংবাদিকের নাম / ১৩০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২০


নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও বই উৎসবে ভাসছে শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে হাতে বই পেয়ে খুশি তারা। আজ সকালে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। এসময় তিনি বলেন, আজ “বই উৎসব” বছরের প্রথম দিন ২০২০ সাল,মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বছরের প্রথম দিন প্রায় ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে বই ,তারই ধারাবাহিকতায় আজ বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া উচ্চ বিদ্যালয় ও লোহাগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করা হচ্ছে। অনুঠান শেষে আলোর দিশারী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানেও যোগ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল কবির সুমন, সমাজসেবা অফিসার ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এধরনের আরও সংবাদ