• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যু

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পরে হৃদয় নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় ভাঙ্গাব্রীজ নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রেল কর্তৃপক্ষ।
স্টেশন কর্তৃপক্ষ জানায়, দুপুরে যাত্রী নিয়ে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেনটি। পরে ঠাকুরগাঁও জেলা সদরের রোড রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে পীরগঞ্জ স্টেশনের কাছাকাছি ভেলাতৈড় ভাঙ্গাব্রীজ এলাকায় পৌছালে কোন কিছু না দেখে ওই যুবক অটো ইজিবাইক চালিয়ে রেলক্রসিং পার হয়। এসময় ট্রেনটির নিচে কাটা পরলে ঘটনাস্থলে মারা যায় সে। নিহত হৃদয় সদর উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত হাবিবুল্লাহ এর ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন মাস্টার আখতারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা বিষয়টি দিনাজপুর রেলওয়ে পুলিশকে জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা গ্রহন করেছেন।


এধরনের আরও সংবাদ