• মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশী নাগরিকের মরদেহ উদ্ধার

সাংবাদিকের নাম / ১৫৩ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে সাজু মিয়া (৩৫) নামে এক এক বাংলাদেশী নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার জগদল সীমান্তের ৩৭৬/১ নং পিলার সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। নিহত সাজু মিয়া জেলার সদর উপজেলার ভালুকা গ্রামে সামশুল হকের ছেলে।
ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএনএম সামীউন্নবী চৌধুরী জানান, গত বুধবার সন্ধ্যায় নাগরভিটা সীমান্ত দিয়ে একটি গ্রুপ ভারতে অনুপ্রবেশের চেস্টা চালায়। এসময় বিএসএফ’র ধাওয়া খেয়ে পালিয়ে আসলে তাদের একজন নিখোঁজ হয়। পরে তারা নাগরভিটা সীমান্তে এসে বিষয়টি অবগত করে।
এ ঘটনার পর বৃহস্পতিবার সকালে জগদল সীমান্ত এলাকায় মরদেহ দেখে বিজিবি’র সদস্যরা পুলিশকে খবর দিলে বিকাল ৩টার তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত সরিফুল ইসলাম বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্ত শেষে বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।


এধরনের আরও সংবাদ