• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে জেলা শ্রমিক দলের কর্মীসভা

সাংবাদিকের নাম / ১০৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে জেলা শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (০১ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার আয়োজনে শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সোরমান আলী, শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম, শ্রমিক দল ঢাকা উত্তর মহানগর শাখার সদস্য সচিব কামরুল জামান, জেলা বিএনপির কোষাধক্ষ শরিফুল ইসলাম শরীফ, রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রকুনুজ্জামান আলম, জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল গফুর ভূঁইয়াসহ অন্যান্য নেতারা।

এ সময় স্থানীয় ও আমন্ত্রিত অতিথিরা বক্তব্যে বলেন, গেল পাঁচ আগস্টের পর সর্বস্তরের মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে বিগত স্বৈরাচারী সরকার যা করে গেছে তা থেকে বেড়িয়ে আসতে হবে সবাইকে। মানুষের দ্বাড়ে দ্বাড়ে গিয়ে ভোট চাইতে হবে। নির্বাচনের মাধ্যমে এ দেশের মানুষের চাওয়া পাওয়াকে ফিরিয়ে দিতে হবে। তাই প্রত্যেককে কাধে কাধ মিলিয়ে সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবান নেতাদের।

সেই সাথে আগামীতে ঠাকুরগাঁও শ্রমিক দলকে আরো শক্তিশালী করতে নতুন কমিটির মাধ্যমে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে সংগঠন তরান্বিত করতে হবে বলে জানান তারা।

দিনব্যাপি এ কর্মীসভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের সহাস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.