• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ শুরু হলো মুজিববর্ষ। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা। দিনের শুরুতেই তারা শ্রদ্ধা জানান ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও।

শত শত বছরের বিভেদ আর পরাধীনতার দেয়াল ভেঙে বাঙালিকে যিনি দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ। ইতিহাসের সেই মহানায়কের জন্মের শতবর্ষ।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করছে জাতি। ঐতিহাসিক এই দিনে খোকা বাবুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দোয়া ও মোনাজাত করা হয় বঙ্গবন্ধুসহ দেশ ও জাতির কল্যাণে।

মুজিববর্ষে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকারসসহ, রাষ্ট্রের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা।

এর আগে জন্মশতবার্ষিকীর দিনের শুরুতেই ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সরকার প্রধান। এ সময় ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকেও।

এরপর হাজারো নেতাকর্মী শ্রদ্ধা জানান জাতির জনকের প্রতি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.