• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

টি-টেন লিগ খেলবে বাংলাদেশ

সাংবাদিকের নাম / ২২৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ ২০১৭ সালের প্রথম আসরেই সাড়া ফেলেছিল ক্রিকেটের টি-টেন লিগ। সেই উন্মাদনা বাড়িয়ে দিতে এবার বাংলাদেশের নাম যুক্ত করলেন আয়োজকরা। নতুন দল ‘বাংলা টাইগার্স’ নামে লিগটিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।

বাংলা টাইগার্স দলটির মালিক ইয়াসিন চৌধুরী ও সিরাজউদ্দিন আলম। দল গঠনের ক্ষেত্রে তারকা ক্রিকেটারদের মিলনমেলার প্রত্যাশা করছেন তারা।

টি-টেন লিগের চেয়ারম্যান শাজি-উল মুলক বলেন, ‘বাংলা টাইগার্সকে আমরা স্বাগত জানাচ্ছি। গেল আসরে বেঙ্গল টাইগার্স নামে একটি দল খেলেছিল। সে দলটির নাম পরিবর্তন করে এবার দিল্লি বুলস রেখেছেন মালিকরা। বাংলাদেশের ক্রিকেটারদের ওপর দৃষ্টি রাখতে এটি আমাদের বড় সুযোগ।’

৯ দলের এ প্রতিযোগিতার অংশ নিতে পেরে উচ্ছ্বসিত ‘বাংলা টাইগার্সের’ অন্যতম মালিক ইয়াসিন চৌধুরী। তিনি বলেন, ‘টি-টেন ক্রিকেটের মতো জনপ্রিয় টুর্নামেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত। আমাদের আশা, এখানকার বাংলাদেশি সম্প্রদায় খেলা দেখতে আসবে এবং দলকে সাহস জোগাবে। আশা করছি, জাতীয় দলের কমপক্ষে পাঁচজন খেলোয়াড়কে আমরা এখানে আনতে পারব। নিজেদের সেরাটা দিয়েই টুর্নামেন্টে লড়াই করব আমরা।’

আগামী ১৪ নভেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে এবারের টি-টেন লিগ-২০১৯। খেলা হবে রাউন্ড রবিন পদ্ধতিতে।

২৪ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের লিগের। সব ম্যাচ হবে যথারীতি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।


এধরনের আরও সংবাদ