শুক্রবার, মার্চ ২৪

জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন

নিউজ ডেস্কঃ স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১১টি করোনা প্রতিরোধক বুথ স্হাপন করা হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ব‍্যবস্হাপনায় এই বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: মোঃ মাহফুজুর রহমান সরকার । সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বুথের মাধ্যমে করোনা প্রতিরোধে এই সেবা কার্যক্রম চলবে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: নাদিরুল আজিজ চপল, আবাসিক মেডিকেল অফিসার ডা: রকিবুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ এ‍্যাপলো, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুর রহমান শুভসহ অনেকে।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বলেন, মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা, উপজেলা, পৌরসভা ও থানার বিভিন্নস্থানে এই বুথ গুলো স্হাপন করা হয়েছে । বুথের মাধ্যমে করোনা ভ‍্যাকসিনের নিবন্ধন, হ‍্যান্ড স্যানিটাইজার, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক বিতরণসহ করোনা প্রতিরোধে বিভিন্ন সেবা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

online casino malaysia online casino malaysia sofa malaysia bed frame malaysia dining table malaysia online furniture malaysia off-page backlink