• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

জাপার চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রাঙ্গা

সাংবাদিকের নাম / ৯৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: আবারো জাতীয় পার্টির (জাপা) নবম কেন্দ্রীয় কাউন্সিলে চেয়ারম্যান হলেন হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। আর দলটির মহাসচিব হলেন মসিউর রহমান রাঙ্গা।

এছাড়া বর্তমানে জাতীয় পার্টির ‘সিনিয়র কো-চেয়ারম্যান’ পদে থাকা সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দলটির ‘প্রধান পৃষ্ঠপোষক’ হয়েছেন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাপার মিলনায়তন পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন।

এর আগে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ সম্মেলন শুরু হয়। জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করে ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। সম্মেলনে সভাপতিত্বও করেন তিনি। যোগ দিয়েছেন রওশনপন্থী নেতারাও। সম্মেলনে উপস্থিত হননি রওশন এরশাদ।

তিন বছর পর এ কাউন্সিলের একদিন আগেই শুক্রবারই (২৭ ডিসেম্বর) রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক ঘোষণা করা হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.