• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

সাংবাদিকের নাম / ২৩২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জাতীয় জন্ম নিবন্ধন দিবস। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টর চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া দিবসটি উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল আলম সুমন, উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অন্যদিকে রানীশংকৈল উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এধরনের আরও সংবাদ