• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই সরকার কারো কথাই শুনছে না

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ জনগণের কাছে দায়বদ্ধ নয় বলেই সরকার কারো কথাই শুনছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (০৫ মে) দুপুরে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, পোশাক কারখানা শ্রমিকদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়ে দূরদর্শিতার অভাবের প্রমাণ দিয়েছেন ক্ষমতাসীনরা।
ফখরুল বলেন, মানুষের জীবন জীবিকা যেমন রাখতে হবে যেমন, ঠিক তেমন সংক্রমণ এখন উর্ধ্বমুখী। তাই সামাজিক দূরত্বের নীতিমালা আরো কিছুদিন কঠোরভাবে পালন করা উচিত ছিল। এছাড়া পোশাক কারখানাগুলো এমনভাবে খুলতে পারতো যে তাদের স্বাস্থ্যবিধি একেবারে নিশ্চিত থাকতো।


এধরনের আরও সংবাদ