মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

চেয়ারম্যানের নির্দেশে বাপ-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ জমি সংক্রান্ত বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের নির্দেশে বাবা ও দুই ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। আহতরা হলেন, বুলুরাম কুমার বর্মন (৪২) তার দুই ছেলে অর্জুন কুমার বর্মন (২৫), নতুন কুমার বর্মন (২১)। বৃহস্পতিবার দুপুরে (৯ ফেব্রুয়ারি) ওই ইউনিয়নের নিমবাড়ি এলাকার কানিয়া মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা ওই এলাকার বাসিন্দা। ভুক্তবুগীদের অভিযোগ, ২০১৫ সালে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের কিছু জমি ক্রয় করেন তার ধর্মের জামাই প্রসন্ন কুমার বর্মনের মাধ্যমে বুলুরাম বর্মন। পরবর্তিতে রেজিস্ট্রি দেয়ার তালবাহানা করে সময় ক্ষেপন করে তিনি। আজ বসতভিটার কাজ করতে গেলে বাধা দেয় প্রতিবেশী প্রসন্ন কুমার বর্মন। কোন কিছু বুঝে উঠার আগেই তার বাড়িতে এসে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি মারপিট ও কুপিয়ে জখম করে বুলুরামকে। এসময় তার দুই ছেলের অর্জুন বর্মন ও নতুন বর্মন বাবাকে বাঁচাতে গেলে তাদেরকেউ মারপিট করে প্রসন্ন কুমার বর্মনসহ তার লোকজন। এক পর্যায়ে বুলুরাম পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পরলে স্থানীয়রা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ভর্তি হওয়া আহত রোগী ও স্বজনদের অভিযোগ বসতভিটাসহ বেশকিছু জমি চেয়ারম্যানের কাছে ক্রয় করেন। জমি রেজিস্ট্রি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেয় চেয়ারম্যান ও তার জামাই প্রসন্ন কুমার। আজ বসতভিটার কাজ করতে গেলে চেয়ারম্যান সুব্রত বর্মনের নির্দেশে প্রসন্ন কুমারের লোকজন হামলা চালায় বলে অভিযোগ তাদের। এরপর বিকেলে হাসপাতালে ভর্তি হয় প্রসন্ন কুমারসহ তিনজন। তারাও পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের জমিতে জোরপূর্বক দখল করে বুলুরামের পরিবারের লোকজন ঘর তুলেন। পরে আমরা বাধা দিতে গেলে তারা আমাদের উপর হামলা চালায়। অন্যদিকে, রাত ৮টার পর ভর্তি হওয়া জামাতা প্রসন্ন কুমার বর্মন ও তার লোকদের দেখতে জেনারেল হাসপাতালে ছুটে আসেন চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন। সংবাদকর্মীদের উপস্থিতি দেখে গুরুতর আহত বুলুরাম বর্মনের পরিবারকে দেখতে পাশের ওয়ার্ডে ছুটে যান তিনি। সেখানে সংবাদকর্মীদের উপস্থিতিতে চেয়ারম্যানকে টাকা দিয়েছে বলে সাফ জানালেন বুলুরামের পরিবারের সদস্যরা। তবে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে চেয়ারম্যান বলেন, মারধরের বিষয়ে আমি কিছুই জানিনা। বুলুরামের পরিবার অসহায় বলে তাদের ওই জমিতে মাথা গুজার ঠাই দিয়েছিলাম। আর এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com