• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

চীনের বিকল্প খুঁজছে বাংলাদেশ

সাংবাদিকের নাম / ৪১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ চীন থেকে আমদানিকৃত পণ্যের বিকল্প বাজার খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের সমাপনী দিনে বক্তব্যে একথা জানান তিনি। করোনা ভাইরাস মোকাবিলায় সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেই। মায়ের নামে মোবাইল ফোনে টাকা পাঠিয়ে দেই। আমরা ১৪২টা সামাজিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করে যাচ্ছি। প্রায় পাঁচ কোটি ১০ লাখ মানুষ উপকৃত হচ্ছে। দারিদ্রের হার ৪১ ভাগ থেকে আমরা ২০.৫ ভাগে নামিয়ে এনেছি।

তিনি আরো বলেন, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদের মতো ধর্ষকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে; এক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করছি। আইনগত ব্যবস্থার মাধ্যমে সামাজিক এসব সমস্যা প্রতিহত করা হবে।


এধরনের আরও সংবাদ