• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন

চার বছর নিজের বিয়ে গোপন রেখেছিলেন নাবিলা

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ চার বছর আগে বিয়ে করেছেন অভিনেত্রী নাবিলা ইসলাম। এতদিন বিষয়টি গোপন ছিল। তবে নিজের বিয়ের বিষয়টি গণমাধ্যমে স্বীকার করলেন এই অভিনেত্রী।

নাবিলা বলেন, আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনও উত্তর দেইনি, অ্যাভয়েড করেছি। আসলে লুকানোরও কিছু নেই। তা ছাড়া মিডিয়ার অনেকেই জানেন। আমি অনেকদিন থেকেই এনগেজড। আমি চার বছর আগে বিয়ে করেছি, কিন্তু সেভাবে সবাইকে বলা হয়নি।

অর্ধযুগের ক্যারিয়ারে নাবিলা বাংলাদেশের প্রায় সব তারকা সহশিল্পীর সঙ্গে কাজ করেছেন। ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই সালমান খান এবং রণবীরের সাথে কাজ করতে চান তিনি।

এ প্রসঙ্গে নাবিলা বলেন, ‘সালমান খান আর রণবীর কাপুর আমার খুবই পছন্দের অভিনেতা। বিদেশি কোনও অভিনেতার সাথে কাজ করার সুযোগ থাকলে অবশ্যই সালমান ও রণবীরকে বেছে নেব।’

বর্তমানে নাবিলা অভিনীত তিনটি ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশনে। এ ছাড়া দুটি ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। সেগুলোর প্রচার শিগগিরই শুরু হবে। তা ছাড়া ভালোবাসা দিবস, ঈদের নাটক ও সংসার নিয়ে সমান তালে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


এধরনের আরও সংবাদ