• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন

ঘুষ বাণিজ্যের অভিযোগ ঠাকুরগাঁওয়ে দুদকের অভিযানে শিক্ষা অফিসার ও সহকারি আটক

সাংবাদিকের নাম / ১৬১৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঘুষ বাণ্যিজ্যের অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার ও অফিস সহকারীকে আটক করেছে দুদক। আজ সোমবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষক নিয়োগের মৌখিক পরিক্ষায় উত্তীন করা হবে মর্মে প্রার্থীর কাছে ঘুষ লেনদেন করে তারা। এ অভিযোগের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান ও অফিস সহকারী জুলফিকার আলীকে থানায় নিয়ে আসে। পরে জেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমানের শহরের হাজীপাড়া বাসায় তল্লাসী চালায় দুদক। তবে বাসায় থেকে কিছু উদ্ধার করতে পারেনি দুদক। পরে আটক দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক সমন্নিত জেলা কার্যালয় দিনাজপুরে নিয়ে যান। অভিযানে উপস্থিত ছিলেন দুদক সমন্নিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আশিকুর রহমান, সহকারী উপরিচালক আহসানুল কবির, উপ-সহকারি পরিচালক জিন্নাতুল ইসলামসহ কর্মকর্তাগন।


এধরনের আরও সংবাদ