• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন

গোপীবাগে আ. লীগ-বিএনপির সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিক আহত

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ গোপীবাগে নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে সময় সংবাদের চিত্রসাংবাদিক আশরাফুল ইসলাম আহত হয়েছেন। তবে তিনি আহত হওয়ার পরেও ভিডিওচিত্রধারণের কাজ অব্যাহত রাখেন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাকের প্রচারণায় এ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গাড়ি ভাঙচুর শুরু হয়। এ সময় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

কর্তব্যরত পুলিশ কর্মকর্তা সময় সংবাদকে জানান, তাদের (প্রার্থীদের) কথা ছিল যে, যেদিকে তারা যাবেন সেটা তারা আগে জানাবেন। কিন্তু তারা আমাদের ইনফর্ম করেননি। ফলে যথেষ্ট নিরাপত্তা দেয়া সম্ভব হয়নি। তবে সে রকম কোনো আহতের খবরাখবর পাওয়া যায়নি।

জানা গেছে, উত্তপ্ত বাক্য বিনিময় থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে অবস্থা শান্ত। দুই দলের কর্মীরা ১০০ গজ দূরত্বে অবস্থান করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জায়গাটিকে ঘিরে রেখেছেন।


এধরনের আরও সংবাদ