• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

গুজবে কান না দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ গুজবে কান না দিয়ে করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। করোনা প্রতিরোধে সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, গুজবে কান না দিয়ে সচেতনতা মেনে চলবেন। এ সময়ে দুখি মানুষের পাশে দাঁড়াবেন। করোনাভাইরাসের সক্রমণ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাস্থ্যবিধি মেনে সকলকে এগিয়ে যেতে হবে।

মরণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে দেশের সব সরকারি-বেসরকারি অফিস আদালত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসে দেশে এখন পর্যন্ত ৪৮ জন আক্রান্ত হযেছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। এ ছাড়া মারা গেছেন ৫ জন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.