• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

‘খালেদা জিয়াকে মুক্তির পথ দেখালেন নানক’

সাংবাদিকের নাম / ২৪৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুন্ম সাধারণ সম্পাদক এ্যাড.জাহাঙ্গীর কবির নানক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্যে করে বলেন, যতোই ঘুতাঘুতি করেন, যতোই আবোল-তাবোল বলেন, প্রধান বিচারপতির এজলাসে গিয়ে হট্টগোল করেন, আর ঢাকা শহরে গাড়ি ভাংচুর করেন। গাড়ি ভেঙ্গে আইনি লড়াই ছাড়া খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা সম্ভব নয়।

শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল রুমে) জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এ সময় নানক আরও বলেন, বিএনপির দুই কান কাটা। যার এর কান কাটা সে চলে রাস্তার একধার দিয়ে। আর যার দুই কান কাটা সে লজ্জা সরমের মাথা খেয়ে চলে রাস্তার মধ্যে দিয়ে। বিএনপির নেতা বেগম খালেদা জিয়া গ্রেফতার হন দুর্নীতির দায়ে। সকল আইনি লড়াই করার পরও প্রমান করতে পারেন নি তিনি দুর্নীতি করেননি। সেই কারণেই দুর্নীতি মামলায় তার ১৭ বছরের কারাদÐ হয়েছে।

তিনি আরও বলেন,আওয়ামী লীগের ইউনিয়ন কমিটি হয়েছে কিনা তা জানিনা। যদি তা হয়ে থাকে সেই কমিটিতে যদি কোন অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাকে ঝেটিয়ে বের করে দিতে হবে।

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ দবিরুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় আ.লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহামুদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা.সাদেক কুরাইশী এতে বক্তব্য রাখেন।

এর আগে সম্মেলনের আগে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা পরিষদের চেয়ারম্যান মুহা সাদেক কুরাইশীকে সভাপতি ও দীপক কুমার রায়কে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন প্রধান অতিথি এ্যাড.জাহাঙ্গীর কবির নানক।

উল্লেখ্য,সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.