• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

ক্রিকেটার শামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সাংবাদিকের নাম / ২৭২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯

স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ক্রিকেটার মোহাম্মাদ শামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) কলকাতার এক আদালতে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শামীকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে আত্মসমর্পণ করতে। তার মধ্যে তিনি জামিনের জন্যও আবেদন জানাতে পারবেন।

 চার্জশিট গঠন করার ছ’মাস পর আলিপুর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। বিখ্যাত এই ক্রিকেটারের বিরুদ্ধে ৪৯৮এ (গার্হস্থ্য হিংসা) ও ৩৫৪এ (যৌন হেনস্থা) ধারায় মামলা দায়ের করা হয়েছিল।

শামি এই মুহূর্তে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। দ্বিতীয় টেস্টের চতুর্থদিনের খেলা চলছে। এর পরই দেশে ফিরবে গোটা দল।

সূত্র-এনডিটিভি


এধরনের আরও সংবাদ