• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

কমতে পারে বৃষ্টি…

সাংবাদিকের নাম / ২২৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির প্রবণতা। আবহাওয়া অধিদপ্তর থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টি কমতে পারে এবং বৃষ্টিপাত অব্যাহতের প্রবণতা কিছুটা কমবে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জায়গায় খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।


এধরনের আরও সংবাদ