• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

এসএ গেমসে নারী ক্রিকেট দলের বড় জয়

সাংবাদিকের নাম / ১৫১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ১৩তম আসরে নারী ক্রিকেট বিভাগে সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে ৭ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়েছে সালমা খাতুনের দল। নেপালের পোখারায় এসএ গেমসের নারী ক্রিকেটে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ।

টস হেরে আগে ব্যাট করতে নামা লঙ্কানরা সাবধানী শুরু করে। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয় লঙ্কান নারী দল।

১২৩ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। তিন নম্বরে নেমে ৪৫ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন সানজিদা ইসলাম। সেই সাথে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নিয়েছেন তিনি।

টুর্নামেন্টে নারী ক্রিকেট দলের পরবর্তী ম্যাচ আগামীকাল (বুধবার) স্বাগতিক নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সকাল ৯.১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।


এধরনের আরও সংবাদ