• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পূর্বাহ্ন

ইরানে যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত

সাংবাদিকের নাম / ৬৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানের দুই পাইলটের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির সাবালান পর্বতের কাছে এই দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে ফরাসী বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৯টার দিকে সাবালান পর্বতের কাছে সামরিক বাহিনীর যুদ্ধবিমান মিগ-২৯ বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ এই বিমানের দুই পাইলট দুর্ঘটনাস্থলে মারা গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের গণমাধ্যমের প্রকাশিত ফুটেজে দেখা যায়, তুষারাবৃত পর্বতের আশপাশে ধোঁয়া উড়ছে। যুদ্ধবিমান ও ক্রুদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির সামরিক বাহিনী।

এক বিবৃতিতে ইরানের রেড ক্রিসেন্ট বলছে, আরদাবিল প্রদেশে একটি সামরিক যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারী সংস্থা এবং হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.