• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন

ইতালীর ভেনিসে যুবলীগ ও ছাএলীগের বিজয় দিবস পালন

সাংবাদিকের নাম / ১০৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : বিপুল উৎসাহ ও উদ্দীপনায় ইতালীর ভেনিসে সে পালিত হলো মহান বিজয় দিবস । ভেনিস যুবলীগ ও ছাএলীগ এর আয়োজনে আলোচনা সভা পরিচালনা করেন নয়ন ছৈয়াল। ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীও শিক্ষিকা দের অংশ গ্রহনে জাতীয় সঙ্গীত ও মোহাম্মদ আলী র পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা কালুর সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধে বিরদের কথা স্বরন করে আলোচনায় অংশ নেন ভেনিস আওয়ামীলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল , সাবেক সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী , আল মামুন ঢালী , আবুল কাশেম শিকদার , যুবলীগের সাবেক সভাপতি আবু তাহের খান ডালু , ভেনিস আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর বেপারী , ধর্ম বিষয়ক সম্পাদক স্বপন ঢালী , যুগ্ম ক্রিড়া সম্পাদক সুজন মাহমুদ , বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী ,

আওয়ামীলীগ নেতা ফারুক কবিরাজ , কামাল চৌকিদার , ভৈরব পরিষদের উপদেষ্টা কাজী আব্দুল মান্নান , ভৈরব পরিষদের সভাপতি কাজী আব্দুল্লাহ আল রোনাক , আব্দুল্লাপুর সমিতির সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম , মোস্তাক আহম্মেদ , বৃহত্তর কুমিল্লা সমিতির আহবায়ক শাহাদাৎ হোসেন , নরসিংদী জেলা সমিতির প্রধান উপদেষ্টা বিল্লাল হোছাইন , দোহার ঐক্য পরিষদের সভাপতি আমিনুল ইসলাম , ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সজীব মুন্সী , যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান হোসেন বাবু , সদস্য রতন সৈয়াল , বাহাদুর সৈয়াল , ভেনিস ছাএলীগ সভাপতি আরিফ হাওলাদার , সাধারণ সম্পাদক রোমান ইসলাম , সহ সভাপতি দিপু মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম , আকাশ মাদবর , সাংগঠনিক সম্পাদক রিয়াজ জমাদ্দার , ভৈরব সমিতি র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন , প্রমূখ । আলোচনা শেষে সোহেলা আক্তার বিপ্লবী র পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ইতালীর বেশ কয়েক টি শহর হতে আশা সঙ্গীত ও নৃত্য শিল্পী রা।


এধরনের আরও সংবাদ