• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ অপরাহ্ন

আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি-জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম

সাংবাদিকের নাম / ৪৫ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ আজ জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। আজ মঙ্গলবার জেলা চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পবিত্র ঈদুল আযহার চাঁদ দেখতে বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। এসময় কমিটির সদস্য সচিব ইসলামীক ফাউন্ডেশনে উপ-পরিচালক মশিউর রহমান, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও কমিটির সদস্য খলিলুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। যেহেতু আকাশে দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি তাই পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে আগামী ১ আগষ্ট।


এধরনের আরও সংবাদ