• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

আগুন পোহাতে গিয়ে ঠাকুরগাঁওয়ে আরো এক বৃদ্ধার মৃত্যু

সাংবাদিকের নাম / ৪৭ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আগুন পোহাতে গিয়ে আসমতি বেওয়া (৭০) নামে আরো এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার সকালে বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই এলাকার রওশন আলীর স্ত্রী।

বৃদ্ধার ছেলে জয়নাল আবেদিন জানান, সকালে প্রচণ্ড কনকনে ঠান্ডা নীবারনের জন্য আগুন পোহাতে গিয়ে দগ্ধ হোন মা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে ফিরিয়ে দেন। শরীরের বেশির ভাগ অংশ জ্বলে যাওয়ার কারণে তিনি ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে বাড়িতে নিয়ে আসার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোমবার রাত ১০টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে আসমতি বেওয়ার। পরে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, তীব্র শীতে গরীব দুঃখী মানুষ উষ্ণতার অভাবে আগুনের তাপ নিতে যাচ্ছে। আর তাপ নিতে গিয়েই আজ আসমতি বেওয়া মারা গেল । আমরা মর্মাহত। আমরা চাই সবাই সচেতন থাকবে। কোন দূর্ঘটনা কাম্য নয়।

এর আগে গত ডিসেম্বর মাসে ঠাকুরগাঁওয়ে কনকনে ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে আলেমা বেগম ও রমিজা বেওয়া নামে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহত দুই নারীর বাড়ি জেলার পীরগঞ্জ উপজেলায়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.